কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

১. পাক-পবিত্রতার অধ্যায়

হাদীস নং: ১৮৩
আন্তর্জাতিক নং: ১৮৩
৭১. এ ব্যাপারে রোখছাত (অব্যহতি) সম্পর্কে।
১৮৩. মুসাদ্দাদ .... কায়েস ইবনে তালক উপরোক্ত হাদীসের সনদ ও অর্থের অনুরূপ বর্ণনা করে বলেছেনঃ পুরুষাঙ্গ যদি নামাযের মধ্যে স্পর্শ করা হয়।*

*হানাফী মাযহাবের মতানুসারে পুরুষাঙ্গ স্পর্শ করলে উযু নষ্ট হবে না। - অনুবাদক
باب الرُّخْصَةِ فِي ذَلِكَ
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَابِرٍ، عَنْ قَيْسِ بْنِ طَلْقٍ، بِإِسْنَادِهِ وَمَعْنَاهُ وَقَالَ فِي الصَّلاَةِ .

হাদীসের ব্যাখ্যা:

৮২ নং হাদীসের ব্যাখ্যা দেখুন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
সুনানে আবু দাউদ - হাদীস নং ১৮৩ | মুসলিম বাংলা