কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

১. পাক-পবিত্রতার অধ্যায়

হাদীস নং: ১৭৫
আন্তর্জাতিক নং: ১৭৫
পাক-পবিত্রতার অধ্যায়
৬৭. উযুর মধ্যে কোন অঙ্গ ধৌত করা বাদ পড়লে।
১৭৫. হায়ওয়াত ইবনে শুরায়হ্ ..... খালিদ থেকে নবী (ﷺ)-এর এক সাহাবীর সূত্রে বর্ণিত। নবী (ﷺ) এক ব্যক্তিকে নামায পড়তে দেখলেন- যার পায়ের পাতার উপরের অংশে এক দিরহাম পরিমাণ স্থান ঝকঝকে শুকনা ছিল, যাতে উযুর সময় পানি পৌঁছেনি। নবী (ﷺ) তাকে পুনরায় উযু করে নামায পড়ার নির্দেশ দেন।*

* উযুর মধ্যে যে অংগগুলি ধৌত করা ফরজ, তার মধ্যে এক চুল পরিমাণ স্থানও যদি উযুর সময় শুকনা থাকে, তবে উযু ও নামায কিছুই দুরস্ত হবে না। - (অনুবাদক)
كتاب الطهارة
باب تَفْرِيقِ الْوُضُوءِ
حَدَّثَنَا حَيْوَةُ بْنُ شُرَيْحٍ، حَدَّثَنَا بَقِيَّةُ، عَنْ بَحِيرٍ، - هُوَ ابْنُ سَعْدٍ - عَنْ خَالِدٍ، عَنْ بَعْضِ، أَصْحَابِ النَّبِيِّ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم رَأَى رَجُلاً يُصَلِّي وَفِي ظَهْرِ قَدَمِهِ لُمْعَةٌ قَدْرُ الدِّرْهَمِ لَمْ يُصِبْهَا الْمَاءُ فَأَمَرَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ يُعِيدَ الْوُضُوءَ وَالصَّلاَةَ .

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস থেকে প্রমাণিত হয় যে, অযু করার সময় অঙ্গ-প্রত্যঙ্গ খুব ভালোভাবে ডলে ধুতে হবে যেন অযুর অঙ্গে সামান্যতম জায়গাও শুষ্ক না থাকে। এটাই হানাফী মাযহাবের মত। (শামী: ১/১২৩)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
rabi
বর্ণনাকারী: