কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
১. পাক-পবিত্রতার অধ্যায়
হাদীস নং: ১৬৮
আন্তর্জাতিক নং: ১৬৮
৬৪. উযুর পরে পানি ছিটানো সম্পর্কে।
১৬৮. নসর ইবনুল মুহাজির ..... হাকাম বা ইবনে হাকাম তাঁর পিতা হাকাম ইবনে সুফয়ান (রাঃ) হতে বর্ণনা করেছেন। যে, নবী (ﷺ) পেশাবান্তে উযু করেন এবং তাঁর লজ্জাস্থানে পানি ছিটান (অর্থাৎ লজ্জাস্থান হালকাভাবে ধৌত করার পর উযু করেন)।
باب فِي الاِنْتِضَاحِ
حَدَّثَنَا نَصْرُ بْنُ الْمُهَاجِرِ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو، حَدَّثَنَا زَائِدَةُ، عَنْ مَنْصُورٍ، عَنْ مُجَاهِدٍ، عَنِ الْحَكَمِ، أَوِ ابْنِ الْحَكَمِ عَنْ أَبِيهِ، (الحكم بن سفيان الثقفي) أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بَالَ ثُمَّ تَوَضَّأَ وَنَضَحَ فَرْجَهُ .


বর্ণনাকারী: