কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
১. পাক-পবিত্রতার অধ্যায়
হাদীস নং: ১৬৪
আন্তর্জাতিক নং: ১৬৪
পাক-পবিত্রতার অধ্যায়
৬৩. মাসাহ করার পদ্ধতি সম্পর্কে।
১৬৪. মুহাম্মাদ ইবনুল আলা .... আমাশ (রাহঃ) হতে উপরোক্ত হাদীসের অরূপ বর্ণিত। রাবী (আলী (রাযিঃ) বলেন, ধর্মের ভিত্তি যদি রায়ের উপর নির্ভরশীল হত- তবে পায়ের উপরের অংশ মাসাহ্ না করে নিম্নাংশ মাসাহ্ করাই উচিত ছিল। বস্তুতঃ নবী (ﷺ) তাঁর পায়ের মোজার উপরের অংশে মাসাহ্ করেছেন।
كتاب الطهارة
باب كَيْفَ الْمَسْحُ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنِ الأَعْمَشِ، بِهَذَا الْحَدِيثِ قَالَ لَوْ كَانَ الدِّينُ بِالرَّأْىِ لَكَانَ بَاطِنُ الْقَدَمَيْنِ أَحَقَّ بِالْمَسْحِ مِنْ ظَاهِرِهِمَا وَقَدْ مَسَحَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَى ظَهْرِ خُفَّيْهِ وَرَوَاهُ وَكِيعٌ عَنِ الأَعْمَشِ بِإِسْنَادِهِ قَالَ كُنْتُ أُرَى أَنَّ بَاطِنَ الْقَدَمَيْنِ أَحَقُّ بِالْمَسْحِ مِنْ ظَاهِرِهِمَا حَتَّى رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَمْسَحُ عَلَى ظَاهِرِهِمَا . قَالَ وَكِيعٌ يَعْنِي الْخُفَّيْنِ . وَرَوَاهُ عِيسَى بْنُ يُونُسَ عَنِ الأَعْمَشِ كَمَا رَوَاهُ وَكِيعٌ وَرَوَاهُ أَبُو السَّوْدَاءِ عَنِ ابْنِ عَبْدِ خَيْرٍ عَنْ أَبِيهِ قَالَ رَأَيْتُ عَلِيًّا تَوَضَّأَ فَغَسَلَ ظَاهِرَ قَدَمَيْهِ وَقَالَ لَوْلاَ أَنِّي رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَفْعَلُهُ . وَسَاقَ الْحَدِيثَ .
হাদীসের তাখরীজ (সূত্র):
ওয়াকী (রাহঃ) আমাশ হতে উপরোল্লিখিত সনদে হাদীছটি বর্ণনা করেছেন। তিনি (আলী) বলেন, আমার মতে পায়ের উপরের অংশ মাসাহ্ না করে- নিম্নাংশ মাসাহ্ করাই উচিত। তবে আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে পায়ের উপরের অংশ মাসাহ্ করতে দেখেছি।
ইবনে আবুদে খায়ের তাঁর পিতা হতে বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি আলী (রাযিঃ)-কে অযু করার সময় পায়ের উপরের অংশ মাসাহ্ করতে দেখেছি। তিনি আরো বলেন, যদি আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এরূপ করতে না দেখতাম ... অতঃপর তিনি পূর্ব হাদীছটি বর্ণনা করেন।
ইবনে আবুদে খায়ের তাঁর পিতা হতে বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি আলী (রাযিঃ)-কে অযু করার সময় পায়ের উপরের অংশ মাসাহ্ করতে দেখেছি। তিনি আরো বলেন, যদি আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এরূপ করতে না দেখতাম ... অতঃপর তিনি পূর্ব হাদীছটি বর্ণনা করেন।