কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

১. পাক-পবিত্রতার অধ্যায়

হাদীস নং: ১৫৪
আন্তর্জাতিক নং: ১৫৪
পাক-পবিত্রতার অধ্যায়
৫৯. মোজার উপর মাসাহ করা সম্পর্কে।
১৫৪. আলী ইবনুল হুসাইন ..... আবু যুরআ ইবনে আমর ইবনে জারীর (রাযিঃ) হতে বর্ণিত। একদা জারীর (রাযিঃ) পেশাবের পর উযু করার সময় মোজা মাসাহ্ করেন এবং বলেন, (মোজার উপর) আমাকে মাসাহ্ করতে নিষেধ করা হয়নি। কেননা আমি রাসূলুল্লাহ (ﷺ)কে স্বচক্ষে এভাবে মাসাহ্ করতে দেখেছি। উপস্থিত লোকেরা বলেন, এটা সূরা মায়েদাহ্ নাযিল, হওয়ার পূর্বের ঘটনা। জবাবে তিনি বলেন, আমি সূরা মায়েদাহ্ নাযিল হওয়ার পরই ইসলামে দীক্ষিত হই।
كتاب الطهارة
باب الْمَسْحِ عَلَى الْخُفَّيْنِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْحُسَيْنِ الدِّرْهَمِيُّ، حَدَّثَنَا ابْنُ دَاوُدَ، عَنْ بُكَيْرِ بْنِ عَامِرٍ، عَنْ أَبِي زُرْعَةَ بْنِ عَمْرِو بْنِ جَرِيرٍ، أَنَّ جَرِيرًا، بَالَ ثُمَّ تَوَضَّأَ فَمَسَحَ عَلَى الْخُفَّيْنِ وَقَالَ مَا يَمْنَعُنِي أَنْ أَمْسَحَ وَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَمْسَحُ قَالُوا إِنَّمَا كَانَ ذَلِكَ قَبْلَ نُزُولِ الْمَائِدَةِ . قَالَ مَا أَسْلَمْتُ إِلاَّ بَعْدَ نُزُولِ الْمَائِدَةِ .