কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

১. পাক-পবিত্রতার অধ্যায়

হাদীস নং: ১৪৮
আন্তর্জাতিক নং: ১৪৮
৫৮. উযুর সময় পা ধৌত করা সম্পর্কে।
১৪৮. কুতায়বা ইবনে সাঈদ .... মুসতাওরিদ ইবনে শাদ্দাদ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)কে উযুর সময় স্বীয় পদদ্বয়ের অঙ্গুলিসমূহ হাতের কনিষ্ঠ অঙ্গুলি দ্বারা খিলাল করতে দেখেছি।
باب غَسْلِ الرِّجْلَيْنِ
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، عَنْ يَزِيدَ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ الْحُبُلِيِّ، عَنِ الْمُسْتَوْرِدِ بْنِ شَدَّادٍ، قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا تَوَضَّأَ يَدْلُكُ أَصَابِعَ رِجْلَيْهِ بِخِنْصَرِهِ .

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস এবং অনুরূপ অন্যান্য হাদীস থেকে প্রমাণিত হয় যে, রসূল স. হাত ও পায়ের আঙ্গুল খিলাল করতেন। আর তার পদ্ধতি হলো- বাম হাতের কনিষ্ঠা আঙ্গুলি দ্বারা ডান পায়ের কনিষ্ঠা আঙ্গুলি থেকে শুরু করে বাম পায়ের কনিষ্ঠা আঙ্গুলি পর্যন্ত প্রত্যেকটি আঙ্গুলের ফাঁকে রগড়াবে যেন কোথাও শুষ্ক থাকতে না পারে। আঙ্গুল খিলালের আরো একটি পদ্ধতি হলো- ডান হাতের সব আঙ্গুল একযোগে বাম হাতের সব আঙ্গুলের মধ্যে ঢুকিয়ে দিয়ে নাড়াচাড়া দিবে যেন শুষ্ক না থাকে । (শামী: ১/১১৭, মাআরিফুস্ সুনান-১/১৮৪)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
সুনানে আবু দাউদ - হাদীস নং ১৪৮ | মুসলিম বাংলা