কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

১. পাক-পবিত্রতার অধ্যায়

হাদীস নং: ১৪৫
আন্তর্জাতিক নং: ১৪৫
৫৬. দাঁড়ি খেলাল করা।
১৪৫. আবু তাওবা রুবাই ইবনে নাফে .... আনাস ইবনে মালিক (রাযিঃ) হতে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) যখন উযু করতেন, তখন তিনি এক কোশ পানি হাতে নিয়ে থুতনির নীচে দিয়ে তা দ্বারা দাড়ি খেলাল করতেন। তিনি আরো বলেনঃ আমার প্রতিপালক আমাকে এরূপ করার নির্দেশ দিয়েছেন।
باب تَخْلِيلِ اللِّحْيَةِ
حَدَّثَنَا أَبُو تَوْبَةَ، - يَعْنِي الرَّبِيعَ بْنَ نَافِعٍ - حَدَّثَنَا أَبُو الْمَلِيحِ، عَنِ الْوَلِيدِ بْنِ زَوْرَانَ، عَنْ أَنَسٍ يَعْنِي ابْنَ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ إِذَا تَوَضَّأَ أَخَذَ كَفًّا مِنْ مَاءٍ فَأَدْخَلَهُ تَحْتَ حَنَكِهِ فَخَلَّلَ بِهِ لِحْيَتَهُ وَقَالَ " هَكَذَا أَمَرَنِي رَبِّي عَزَّ وَجَلَّ " . قَالَ أَبُو دَاوُدَ ابْنُ زَوْرَانَ رَوَى عَنْهُ حَجَّاجُ بْنُ حَجَّاجٍ وَأَبُو الْمَلِيحِ الرَّقِّيُّ .

হাদীসের ব্যাখ্যা:

হাদীস থেকে প্রমাণিত হয় যে, রসূল স. এমনভাবে দাঁড়ি খিলাল করতেন যে, থুতনীর নিচ দিয়ে দাঁড়ির ভেতরে পানি পৌছে দিতেন এবং দাঁড়ির মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে খিলাল করতেন। সুতরাং হাদীসে বর্ণিত পদ্ধতিতে দাঁড়ি খিলাল করা ছুন্নাত। আল্লামা শামী রহ. এ হাদীসের ভিত্তিরত বলেন যে, অযুকারী দাঁড়ি খিলাল করার সময় তার হাতের তালু নিজের দিকে রেখে আঙ্গুলসমূহ দাঁড়ির ভিতর ঢুকিয়ে দিয়ে নিচ থেকে উপরের দিকে টানবে। (শামী: ১/১১৭) হযরত উসমান রা. থেকেও হাসান-সহীহ সনদে বর্ণিত আছে যে, রসূলুল্লাহ স. দাঁড়ি খিলাল করতেন। (তিরমিযী: ৩১)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
সুনানে আবু দাউদ - হাদীস নং ১৪৫ | মুসলিম বাংলা