কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

১. পাক-পবিত্রতার অধ্যায়

হাদীস নং: ১৩৩
আন্তর্জাতিক নং: ১৩৩
৫০. নবী (ﷺ) এর উযুর বর্ণনা।
১৩৩. হাসান ইবনে আলী .... ইবনে আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত। তিনি রাসূলূল্লাহ (ﷺ)কে উযু করতে দেখেন। এই হাদীসের সর্বশেষ রাবী হাসন ইবনে আলী সম্পূর্ণ হাদীসটি বর্ণনা প্রসঙ্গে উল্লেখ করেছেন যে, নবী (ﷺ) উযুর সময় প্রতিটি অঙ্গ তিনবার করে ধৌত করেন এবং মাথা ও কর্ণদ্বয় একবার মাসাহ্ করেন।
باب صِفَةِ وُضُوءِ النَّبِيِّ صلى الله عليه وسلم
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا عَبَّادُ بْنُ مَنْصُورٍ، عَنْ عِكْرِمَةَ بْنِ خَالِدٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، رَأَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَتَوَضَّأُ . فَذَكَرَ الْحَدِيثَ كُلَّهُ ثَلاَثًا ثَلاَثًا قَالَ وَمَسَحَ بِرَأْسِهِ وَأُذُنَيْهِ مَسْحَةً وَاحِدَةً .

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস থেকে প্রমাণিত হয় যে, কান একবার মাসেহ করা সুন্নাত, তিনবার নয়। এটাই হানাফী মাযহাবের মত। (আল মাবসূত লিসসারাখসী: ১/৭)
সুনানে আবু দাউদ - হাদীস নং ১৩৩ | মুসলিম বাংলা