কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

১. পাক-পবিত্রতার অধ্যায়

হাদীস নং: ১২০
আন্তর্জাতিক নং: ১২০
পাক-পবিত্রতার অধ্যায়
৫০. নবী (ﷺ) এর উযুর বর্ণনা।
১২০। আহমাদ ইবনে আমর .... আব্দুল্লাহ্ ইবনে যায়দ ইবনে আছেম আল-মাযিনীর সূত্রে বর্ণিত। তিনি বলেছেন, তিনি রাসূলুল্লাহ (ﷺ)কে উযু করতে দেখেছেন। অতঃপর তিনি উযুর বর্ণনা দিতে গিয়ে বলেছেন, তিনি নতুন পানি দ্বারা মাথা মাসাহ্ করেন এবং পদযুগল পরিস্কার করে ধৌত করেন।
كتاب الطهارة
باب صِفَةِ وُضُوءِ النَّبِيِّ صلى الله عليه وسلم
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ السَّرْحِ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ، أَنَّ حَبَّانَ بْنَ وَاسِعٍ، حَدَّثَهُ أَنَّ أَبَاهُ حَدَّثَهُ أَنَّهُ، سَمِعَ عَبْدَ اللَّهِ بْنَ زَيْدِ بْنِ عَاصِمٍ الْمَازِنِيَّ، يَذْكُرُ أَنَّهُ رَأَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَذَكَرَ وُضُوءَهُ وَقَالَ وَمَسَحَ رَأْسَهُ بِمَاءٍ غَيْرِ فَضْلِ يَدَيْهِ وَغَسَلَ رِجْلَيْهِ حَتَّى أَنْقَاهُمَا .

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস থেকে প্রমাণিত হয় যে, রসূল স. মাথা মাসেহ করার জন্য নতুন পানি গ্রহণ করেছেন। তাই নতুন পানি দ্বারা মাথা মাসেহ করা বেশী উত্তম হবে। অবশ্য রসূল স. হাত ধুয়ার পরে তালুতে লেগে থাকা পানি দ্বারা মাথা মাসেহ করেছেন বলে আবু দাউদ শরীফের একটি হাসান হাদীসে বর্ণিত হয়েছে। (আবু দাউদ-১৩০) সুতরাং হাতের তালুতে লেগে থাকা পানি দ্বারা মাথা মাসেহ করলেও জায়েয হবে। আর এটাই হানাফী মাযহাবের মত। (শামী: ১/৯৯, দরসে তিরমিযী: ১/২৪৫)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
সুনানে আবু দাউদ - হাদীস নং ১২০ | মুসলিম বাংলা