কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

১. পাক-পবিত্রতার অধ্যায়

হাদীস নং: ১১৪
আন্তর্জাতিক নং: ১১৪
৫০. নবী (ﷺ) এর উযুর বর্ণনা।
১১৪. উছমান ইবনে শায়বা .... যির ইবনে হুবায়েশ হতে বর্ণিত। তিনি আলী (রাযিঃ)-কে বলতে শুনেছেন- যখন তাকে উযু সমাপ্তির পর রাসূলুল্লাহ (ﷺ)-এর উযু সম্পর্কে প্রশ্ল করা হয়েছিল। অতঃপর যির (রাবী) উযুর হাদীসঢি বর্ণনা করেন এবং আরো বলেন, আলী (রাযিঃ) এমনভাবে মাথা মাসাহ্ করেন যেন মাথা হতে পানির ফোটা ঝরছিল এবং তিনি তিনবার পা ধৌত করে বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) এইরূপে উযু করতেন।
باب صِفَةِ وُضُوءِ النَّبِيِّ صلى الله عليه وسلم
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا رَبِيعَةُ الْكِنَانِيُّ، عَنِ الْمِنْهَالِ بْنِ عَمْرٍو، عَنْ زِرِّ بْنِ حُبَيْشٍ، أَنَّهُ سَمِعَ عَلِيًّا، رضى الله عنه وَسُئِلَ عَنْ وُضُوءِ، رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَذَكَرَ الْحَدِيثَ وَقَالَ وَمَسَحَ عَلَى رَأْسِهِ حَتَّى لَمَّا يَقْطُرْ وَغَسَلَ رِجْلَيْهِ ثَلاَثًا ثَلاَثًا ثُمَّ قَالَ هَكَذَا كَانَ وُضُوءُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم .
tahqiqতাহকীক:তাহকীক চলমান
সুনানে আবু দাউদ - হাদীস নং ১১৪ | মুসলিম বাংলা