আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
২১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৫৩৭
৯৭৮. ইহরাম বাঁধাকালে সুগন্ধি ব্যবহার ও কি প্রকার কাপড় পরে ইহরাম বাঁধবে এবং চুল দাঁড়ি আঁচড়াবে ও তেল লাগাবে।
ইবনে আব্বাস (রাযিঃ) বলেন, মুহরিম ব্যক্তি ফুলের ঘ্রাণ নিতে পারবে। আয়নায় চেহারা দেখতে পারবে এবং তৈল ও ঘি জাতীয় খাদ্যদ্রব্য দিয়ে চিকিৎসা করতে পারবে।
আতা (রাহঃ) বলেন, আংটি পরতে পারবে, (কোমরে) থলে বাঁধতে পারবে।
ইবনে উমর (রাযিঃ) ইহরাম বাঁধা অবস্থায় পেটের উপর কাপড় কষে তাওয়াফ করেছেন। জাঙ্গিয়া পরার ব্যাপারে আয়িশা (রাযিঃ) এর আপত্তি ছিল না। [আবু আব্দুল্লাহ বুখারী (রাহঃ) বলেন], আয়িশা (রাযিঃ) এর অনুমতির অর্থ হলো, যারা উটের পিঠে এর হাওদা বাধে।
ইবনে আব্বাস (রাযিঃ) বলেন, মুহরিম ব্যক্তি ফুলের ঘ্রাণ নিতে পারবে। আয়নায় চেহারা দেখতে পারবে এবং তৈল ও ঘি জাতীয় খাদ্যদ্রব্য দিয়ে চিকিৎসা করতে পারবে।
আতা (রাহঃ) বলেন, আংটি পরতে পারবে, (কোমরে) থলে বাঁধতে পারবে।
ইবনে উমর (রাযিঃ) ইহরাম বাঁধা অবস্থায় পেটের উপর কাপড় কষে তাওয়াফ করেছেন। জাঙ্গিয়া পরার ব্যাপারে আয়িশা (রাযিঃ) এর আপত্তি ছিল না। [আবু আব্দুল্লাহ বুখারী (রাহঃ) বলেন], আয়িশা (রাযিঃ) এর অনুমতির অর্থ হলো, যারা উটের পিঠে এর হাওদা বাধে।
১৪৪৬। মুহাম্মাদ ইবনে ইউসুফ (রাহঃ) ......... সা‘ঈদ ইবনে জুবাইর (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, ইবনে উমর (রাযিঃ) (ইহরাম বাঁধা অবস্থায়) যায়তুন তেল ব্যবহার করতেন।
(রাবী মনসুর বলেন) এ বিষয় আমি ইবরাহীম (রাহঃ) এর নিকট পেশ করলে তিনি বললেন, তাঁর কথায় তোমার কি দরকার! আমাকে তো আসওয়াদ (রাহঃ) আয়িশা (রাযিঃ) থেকে বর্ণনা করেছেন যে, তিনি বলেছেন, ইহরাম বাঁধা অবস্থায় রাসূলুল্লাহ (ﷺ) এর সিথিতে যে সুগন্ধি তেল চকচক করছিল তা যেন আজও আমি দেখতে পাচ্ছি।
(রাবী মনসুর বলেন) এ বিষয় আমি ইবরাহীম (রাহঃ) এর নিকট পেশ করলে তিনি বললেন, তাঁর কথায় তোমার কি দরকার! আমাকে তো আসওয়াদ (রাহঃ) আয়িশা (রাযিঃ) থেকে বর্ণনা করেছেন যে, তিনি বলেছেন, ইহরাম বাঁধা অবস্থায় রাসূলুল্লাহ (ﷺ) এর সিথিতে যে সুগন্ধি তেল চকচক করছিল তা যেন আজও আমি দেখতে পাচ্ছি।
