কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
১. পাক-পবিত্রতার অধ্যায়
হাদীস নং: ১১০
আন্তর্জাতিক নং: ১১০
৫০. নবী (ﷺ) এর উযুর বর্ণনা।
১১০. হারূন ইবনে আব্দুল্লাহ্ ..... শাকীক ইবনে সালামা (রাহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি উছমান ইবনে আফফান (রাযিঃ)-কে উযুর মধ্যে দুই হাতের কনুই সমেত তিনবার করে ধৌত করতে এবং তিনবার মাথা মাসাহ্ করতে দেখেছি।* অতঃপর বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)কে এরূপ করতে দেখেছি।
* ইমাম শাফিঈ, ইব্ন যুবাইর ও আতা (রাহঃ)-এর মতানুযায়ী তিনবার মাথা মাসেহ্ করা মুস্তাহাব। হানাফী মাযহাবের রীতি অনুযায়ী একবারই মাথা মাসেহ্ করতে হয়। – (অনুবাদক)
* ইমাম শাফিঈ, ইব্ন যুবাইর ও আতা (রাহঃ)-এর মতানুযায়ী তিনবার মাথা মাসেহ্ করা মুস্তাহাব। হানাফী মাযহাবের রীতি অনুযায়ী একবারই মাথা মাসেহ্ করতে হয়। – (অনুবাদক)
باب صِفَةِ وُضُوءِ النَّبِيِّ صلى الله عليه وسلم
حَدَّثَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ عَامِرِ بْنِ شَقِيقِ بْنِ جَمْرَةَ، عَنْ شَقِيقِ بْنِ سَلَمَةَ، قَالَ رَأَيْتُ عُثْمَانَ بْنَ عَفَّانَ غَسَلَ ذِرَاعَيْهِ ثَلاَثًا ثَلاَثًا وَمَسَحَ رَأْسَهُ ثَلاَثًا ثُمَّ قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَعَلَ هَذَا . قَالَ أَبُو دَاوُدَ رَوَاهُ وَكِيعٌ عَنْ إِسْرَائِيلَ قَالَ تَوَضَّأَ ثَلاَثًا فَقَطْ .


বর্ণনাকারী: