কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

১. পাক-পবিত্রতার অধ্যায়

হাদীস নং: ৯২
আন্তর্জাতিক নং: ৯২
৪৪. উযুর জন্য যে পরিমাণ পানি যথেষ্ট।
৯২. মুহাম্মাদ ইবনে কাছীর .... আয়িশা (রাযিঃ) হতে বর্ণিত। নবী (ﷺ) এক ছা’আ পরিমাণ পানি দ্বারা গোসল করতেন এবং এক মুদ পরিমাণ পানি দ্বারা উযু করতেন।*

* কুফাবাসীদের হিসাব অনুযায়ী ২৭০ তোলায় এক ছা'আ হয়ে থাকে এবং ইরাকীদের হিসাব অনুযায়ী এক ছা'আ পরিমাণ হল- ২৫২ তোলা ২ রতি ২ জাও। বাংলাদেশের হিসাব অনুযায়ী সাধারণতঃ এক ছা'আ-এর পরিমাণ হল- ২০০ তোলা। ইমাম আবু হানীফা (রাহঃ)-এর মতে এক ছা'আ-এর এক-চতুর্থাংশে এক মুদ্দ হয়ে থাকে। সুতরাং বাংলাদেশী হিসাব অনুযায়ী ৭০ তোলায় এক মুদ্দ। মোটামুটি হিসাবে প্রায় এক সেরে এক মুদ এবং চার সেরে এক ছা'আ ধরা যেতে পারে। -(অনুবাদক)
باب مَا يُجْزِئُ مِنَ الْمَاءِ فِي الْوُضُوءِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ صَفِيَّةَ بِنْتِ شَيْبَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَغْتَسِلُ بِالصَّاعِ وَيَتَوَضَّأُ بِالْمُدِّ . قَالَ أَبُو دَاوُدَ رَوَاهُ أَبَانُ عَنْ قَتَادَةَ قَالَ سَمِعْتُ صَفِيَّةَ .

হাদীসের ব্যাখ্যা:

উপরিউক্ত হাদীস থেকে প্রমাণিত হয় যে, অযু-গোসলের সময় যথা সম্ভব পানি কম খরচ করা এবং অপচয় রোধ করা একান্ত জরুরী। এটাই হানাফী মাযহাবের মত। শামী: ১/১৫৮)