কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

১. পাক-পবিত্রতার অধ্যায়

হাদীস নং: ৮০
আন্তর্জাতিক নং: ৮০
৩৯. স্ত্রীলোকের ব্যবহারের অতিরিক্ত পানি সম্পর্কে।
৮০. মুসাদ্দাদ .... আব্দুল্লাহ্ ইবনে উমর (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, আমরা পুরুষরা ও মহিলারা রাসূলুল্লাহ (ﷺ)-এর সময় একই পাত্রের পানি দ্বারা একত্রে উযু করতাম এবং একই সময় কখনও কখনও আমাদের একের হাত অন্যের হাতের সাথে লেগে যেত।*

* এটা পর্দার আয়াত নাযিল হওয়ার পূর্বের ঘটনা। একই পাত্রের পানি দ্বারা একত্রে উযু করা কেবলমাত্র ঐ সমস্ত স্ত্রী-পুরুষদের জন্য বৈধ- যাদের পরস্পরের মধ্যে বৈবাহিক সম্পর্ক স্থাপন সম্পূর্ণরূপে হারাম। যেমন ভাই-বোন, ছেলে-মাতা ইত্যাদি। তবে এদের জন্য একই পাত্রের পানি দ্বারা একই সাথে গোসল করা শরীআত সম্মত নয়। একের গোসলের পর অন্যে গোসল করলে কোন দোষ নেই।

পর্দার আয়াত অবতীর্ণ হওয়ার আগে সাধারণতঃ আরবের পুরুষ ও মহিলারা একই পাত্রের পানি দ্বারা একই সময় একত্রে উযু করত। অথবা পুরুষ ও মহিলার অর্থ হলঃ প্রতিটি স্বামী-স্ত্রী একত্রে পাত্রের পানি দ্বারা উযু করত। একই পাত্রের পানি দ্বারা একই সময় এ কত্রে স্বামী-স্ত্রীর উযু-গোসল করা শরীআতে জায়েজ। – (অনুবাদক)
باب الْوُضُوءِ بِفَضْلِ وَضُوءِ الْمَرْأَةِ
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، حَدَّثَنِي نَافِعٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ كُنَّا نَتَوَضَّأُ نَحْنُ وَالنِّسَاءُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ إِنَاءٍ وَاحِدٍ نُدْلِي فِيهِ أَيْدِيَنَا .
tahqiqতাহকীক:তাহকীক চলমান
সুনানে আবু দাউদ - হাদীস নং ৮০ | মুসলিম বাংলা