কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

১. পাক-পবিত্রতার অধ্যায়

হাদীস নং: ৪৪
আন্তর্জাতিক নং: ৪৪
২৩. পানি দিয়ে শৌচ করা।
৪৪. মুহাম্মাদ ইবনুূল আলা ..... আবু হুরায়রা (রাযিঃ) নবী (ﷺ) হতে বর্ণনা করেছেন। তিনি বলেছেনঃ এই আয়াত কুবাবাসীদের শানে নাযিল হয়েছে- “সেখানে এমন লোক আছে- যারা পাক-পবিত্র থাকতে ভালবাসে” রাবী বলেনঃ তারা পানি ধারা ইস্তিনজা করতেন। সে কারণে তাদের শানে এই আয়াতটি অবতীর্ণ হয়।
باب فِي الاِسْتِنْجَاءِ بِالْمَاءِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، أَخْبَرَنَا مُعَاوِيَةُ بْنُ هِشَامٍ، عَنْ يُونُسَ بْنِ الْحَارِثِ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ أَبِي مَيْمُونَةَ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " نَزَلَتْ هَذِهِ الآيَةُ فِي أَهْلِ قُبَاءَ ( فِيهِ رِجَالٌ يُحِبُّونَ أَنْ يَتَطَهَّرُوا ) قَالَ كَانُوا يَسْتَنْجُونَ بِالْمَاءِ فَنَزَلَتْ فِيهِمْ هَذِهِ الآيَةُ .

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস থেকে প্রমাণিত হয় যে, রসূলুল্লাহ স., সাহাবায়ে কিরাম এবং তাবিঈন ও তাবে তাবিঈন ইস্তিঞ্জায় ঢেলা কুলুখ ব্যবহারের পরেও পানি ব্যবহারকে পছন্দ করতেন। আর আল্লাহ তাআলাও এ পরিচ্ছন্নতার প্রশংসা করেছেন। সুতরাং আমাদেরও এ আমলের অনুসরণ করা দরকার। আর এটাই হানাফী মাযহাবের মত। (আলমগিরী: ১/৪৮)
tahqiqতাহকীক:তাহকীক চলমান