কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
১. পাক-পবিত্রতার অধ্যায়
হাদীস নং: ৩২
আন্তর্জাতিক নং: ৩২
১৮. ইস্তিনজা করার সময় ডান হাত দিয়ে লজ্জাস্থান স্পর্শ করা মাকরূহ।
৩২. মুহাম্মাদ ইবনে আদম .... নবী (ﷺ)-এর প্রিয় সহধর্মিনী হাফছা (রাযিঃ) হতে বর্ণিত তিনি বলেছেনঃ নবী (ﷺ) খাদ্য গ্রহণ, পানি পান ও বস্ত্র পরিধানের সময় স্বীয় ডান হাত ব্যবহার করতেন, এছাড়া অন্যান্য যাবতীয় কাজে বাম হাত ব্যবহার করতেন। (অর্থাৎ তিনি ভাল কাজের জন্য ডান হাত এবং নিকৃষ্ট কাজের জন্য বাম হাত ব্যবহার করতেন)
باب كَرَاهِيَةِ مَسِّ الذَّكَرِ بِالْيَمِينِ فِي الاِسْتِبْرَاءِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ آدَمَ بْنِ سُلَيْمَانَ الْمِصِّيصِيُّ، حَدَّثَنَا ابْنُ أَبِي زَائِدَةَ، قَالَ حَدَّثَنِي أَبُو أَيُّوبَ، - يَعْنِي الإِفْرِيقِيَّ - عَنْ عَاصِمٍ، عَنِ الْمُسَيَّبِ بْنِ رَافِعٍ، وَمَعْبَدٍ، عَنْ حَارِثَةَ بْنِ وَهْبٍ الْخُزَاعِيِّ، قَالَ حَدَّثَتْنِي حَفْصَةُ، زَوْجُ النَّبِيِّ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَجْعَلُ يَمِينَهُ لِطَعَامِهِ وَشَرَابِهِ وَثِيَابِهِ وَيَجْعَلُ شِمَالَهُ لِمَا سِوَى ذَلِكَ .
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীছে পানাহার করা ও পোশাক পরায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম বর্ণনা করা হয়েছে যে, তিনি এতে ডান হাত ব্যবহার করতেন। অর্থাৎ খাবার খেতেন ডান হাত দিয়ে, পানি পান করতেন ডান হাত দিয়ে এবং পোশাক পরা শুরু করতেন ডানদিক থেকে।
পোশাক মানুষের মৌলিক প্রয়োজনের একটি। এর দ্বারা মানুষ নিজ শরীর আবৃত করে। শীত ও তাপ থেকে আত্মরক্ষা করে। এটা মানুষের সৌন্দর্য প্রকাশ করে। তা দ্বারা মানুষের মনুষ্যত্ব রক্ষা হয়। কাজেই পোশাক মানুষের জন্য আল্লাহ তা'আলার এক বিরাট নি'আমত। আল্লাহ তা'আলা বলেন-
يَابَنِي آدَمَ قَدْ أَنْزَلْنَا عَلَيْكُمْ لِبَاسًا يُوَارِي سَوْآتِكُمْ وَرِيشًا
হে আদমের সন্তান-সন্ততি! আমি তোমাদের জন্য পোশাকের ব্যবস্থা করেছি, যা তোমাদের দেহের যে অংশ প্রকাশ করা দূষণীয় তা আবৃত করে এবং তা শোভাস্বরূপ।(সূরা আ'রাফ (৭), আয়াত ২৬)
যে পোশাক না হলে মানুষ হাজারও সমস্যায় জর্জরিত থাকত, যে পোশাক ছাড়া মানুষ মানুষরূপে বেঁচে থাকতে পারত না, মানুষ পশুরও অধম হয়ে যেত, সে পোশাকের জন্য আমাদের কতইনা কৃতজ্ঞ থাকা উচিত। সে কৃতজ্ঞতার বড় দিক হল পোশাকের মূল্যায়ন করা। এটা যে আল্লাহ তা'আলার কত বড় নি'আমত তা উপলব্ধি করা। সে মূল্যায়ন ও উপলব্ধির বহুবিধ দাবির একটি হল ইজ্জতের সঙ্গে ও উত্তমরূপে পোশাকের ব্যবহার করা। তারই একটি দিক হল পোশাক পরায় ডান দিককে প্রাধান্য দেওয়া। যেমন জামা পরার সময় আগে ডান হাত ঢোকানো, পায়জামা পরার সময় আগে ডান পা ঢোকানো, চাদর পরার সময় আগে ডানদিক পেঁচানো ইত্যাদি।
হাদীছটির শেষে বলা হয়েছে, আর এছাড়া অন্যান্য কাজে বামহাত ব্যবহার করতেন। অর্থাৎ যে কাজকে উত্তম বা রুচিকর গণ্য করা হয় না, এমন কাজে বাম হাত ব্যবহার করতেন। যেমন শৌচকর্ম করা, নাক পরিষ্কার করা, ময়লা ও নাপাকি দূর করা ইত্যাদি।
হাদীস থেকে শিক্ষণীয়ঃ
নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণার্থে আমাদেরকে অবশ্যই ডান হাতে পানাহার করতে হবে, পোশাক-আশাক ডানদিক থেকে পরা শুরু করতে হবে এবং ময়লা ও নাপাকি দূর করার বেলায় বাম হাত ব্যবহার করতে হবে।
পোশাক মানুষের মৌলিক প্রয়োজনের একটি। এর দ্বারা মানুষ নিজ শরীর আবৃত করে। শীত ও তাপ থেকে আত্মরক্ষা করে। এটা মানুষের সৌন্দর্য প্রকাশ করে। তা দ্বারা মানুষের মনুষ্যত্ব রক্ষা হয়। কাজেই পোশাক মানুষের জন্য আল্লাহ তা'আলার এক বিরাট নি'আমত। আল্লাহ তা'আলা বলেন-
يَابَنِي آدَمَ قَدْ أَنْزَلْنَا عَلَيْكُمْ لِبَاسًا يُوَارِي سَوْآتِكُمْ وَرِيشًا
হে আদমের সন্তান-সন্ততি! আমি তোমাদের জন্য পোশাকের ব্যবস্থা করেছি, যা তোমাদের দেহের যে অংশ প্রকাশ করা দূষণীয় তা আবৃত করে এবং তা শোভাস্বরূপ।(সূরা আ'রাফ (৭), আয়াত ২৬)
যে পোশাক না হলে মানুষ হাজারও সমস্যায় জর্জরিত থাকত, যে পোশাক ছাড়া মানুষ মানুষরূপে বেঁচে থাকতে পারত না, মানুষ পশুরও অধম হয়ে যেত, সে পোশাকের জন্য আমাদের কতইনা কৃতজ্ঞ থাকা উচিত। সে কৃতজ্ঞতার বড় দিক হল পোশাকের মূল্যায়ন করা। এটা যে আল্লাহ তা'আলার কত বড় নি'আমত তা উপলব্ধি করা। সে মূল্যায়ন ও উপলব্ধির বহুবিধ দাবির একটি হল ইজ্জতের সঙ্গে ও উত্তমরূপে পোশাকের ব্যবহার করা। তারই একটি দিক হল পোশাক পরায় ডান দিককে প্রাধান্য দেওয়া। যেমন জামা পরার সময় আগে ডান হাত ঢোকানো, পায়জামা পরার সময় আগে ডান পা ঢোকানো, চাদর পরার সময় আগে ডানদিক পেঁচানো ইত্যাদি।
হাদীছটির শেষে বলা হয়েছে, আর এছাড়া অন্যান্য কাজে বামহাত ব্যবহার করতেন। অর্থাৎ যে কাজকে উত্তম বা রুচিকর গণ্য করা হয় না, এমন কাজে বাম হাত ব্যবহার করতেন। যেমন শৌচকর্ম করা, নাক পরিষ্কার করা, ময়লা ও নাপাকি দূর করা ইত্যাদি।
হাদীস থেকে শিক্ষণীয়ঃ
নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণার্থে আমাদেরকে অবশ্যই ডান হাতে পানাহার করতে হবে, পোশাক-আশাক ডানদিক থেকে পরা শুরু করতে হবে এবং ময়লা ও নাপাকি দূর করার বেলায় বাম হাত ব্যবহার করতে হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)
