কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
১. পাক-পবিত্রতার অধ্যায়
হাদীস নং: ২৬
আন্তর্জাতিক নং: ২৬
১৪. যে যে স্থানে পেশাব করা নিষেধ।
২৬. ইসহাক ইবনে সুওয়াইদ .... মুআয ইবনে জাবাল (রাযিঃ) থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তিনটি অভিসষ্পাত যোগ্য কাজ থেকে দূরে থাকঃ পানিতে থুথু ফেলা, যাতায়াতের পথে এবং ছায়াদানের স্থানে মলত্যাগ করা।
باب الْمَوَاضِعِ الَّتِي نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم عَنِ الْبَوْلِ فِيهَا
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ سُوَيْدٍ الرَّمْلِيُّ، وَعُمَرُ بْنُ الْخَطَّابِ أَبُو حَفْصٍ، وَحَدِيثُهُ، أَتَمُّ أَنَّ سَعِيدَ بْنَ الْحَكَمِ، حَدَّثَهُمْ قَالَ أَخْبَرَنَا نَافِعُ بْنُ يَزِيدَ، حَدَّثَنِي حَيْوَةُ بْنُ شُرَيْحٍ، أَنَّ أَبَا سَعِيدٍ الْحِمْيَرِيَّ، حَدَّثَهُ عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " اتَّقُوا الْمَلاَعِنَ الثَّلاَثَ الْبَرَازَ فِي الْمَوَارِدِ وَقَارِعَةِ الطَّرِيقِ وَالظِّلِّ " .
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীসের ভিত্তিতে হানাফী মাযহাবে এ মত গ্রহণ করা হয়েছে যে, চলাচলের পথে বা মানুষের বিশ্রামের ছায়ায় ইস্তিঞ্জা করা মাকরূহ। (আলমগিরী: ১/৫০) এখানে উদাহরণ হিসেবে দুটি ক্ষেত্রের কথা উলেস্নখ করা হয়েছে। প্রকৃত অর্থে মানুষের প্রয়োজনে সচরাচার ব্যবহৃত হয় এমন যে কোন জায়গায় পেশাব-পায়খানা করা নিষেধ। কেননা এটা মানুষের কষ্টের কারণ হয়।
