আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

২১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৫২৭
৯৭০. নজদবাসীদের ইহরাম বাঁধার স্থান।
১৪৩৭। আলী ও আহমদ (রাহঃ) ......... আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) মীকাতের সীমা নির্ধারিত করেছেন। তিনি বলেন, মদীনাবাসীদের মিকাত হল যুল হুলাইফা, সিরিয়াবাসীদের মীকাত মাহয়াআ যার অপর নাম জুহফা এবং নজদবাসীদের মীকাত হল কারন।
ইবনে উমর (রাযিঃ) বলেন, আমি শুনিনি, তবে লোকেরা বলে যে, নবী (ﷺ) বলেছেনঃ ইয়ামানবাসীর মীকাত হল ইয়ালামলাম।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন