কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

১. পাক-পবিত্রতার অধ্যায়

হাদীস নং: ২৩
আন্তর্জাতিক নং: ২৩
পাক-পবিত্রতার অধ্যায়
১২. দাঁড়িয়ে পেশাব করা সম্পর্কে।
২৩. হাফস ইবনে উমর .... হুযাইফা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেনঃ একদা রাসূলুল্লাহ (ﷺ) ময়লা-আবর্জনা ফেলার স্থানের নিকট যাওয়ার সময় সেখানে দাঁড়িয়ে পেশাব করেন। অতঃপর পানি চেয়ে নেন এবং মোজার উপর মাসাহ্ করেন।
كتاب الطهارة
باب الْبَوْلِ قَائِمًا
حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، وَمُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، قَالاَ حَدَّثَنَا شُعْبَةُ، ح وَحَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، - وَهَذَا لَفْظُ حَفْصٍ - عَنْ سُلَيْمَانَ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ حُذَيْفَةَ، قَالَ أَتَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم سُبَاطَةَ قَوْمٍ فَبَالَ قَائِمًا ثُمَّ دَعَا بِمَاءٍ فَمَسَحَ عَلَى خُفَّيْهِ . قَالَ أَبُو دَاوُدَ قَالَ مُسَدَّدٌ قَالَ فَذَهَبْتُ أَتَبَاعَدُ فَدَعَانِي حَتَّى كُنْتُ عِنْدَ عَقِبِهِ .

হাদীসের তাখরীজ (সূত্র):

ইমাম আবু দাউদ (রাহঃ) বলেনঃ মুসাদ্দাদ হতে বর্ণিত আছে যে, হুযাইফা (রাযিঃ) বলেছেনঃ নবী (ﷺ) পেশাব করবেন বুঝতে পেরে আমি দূরে সরে গেলাম অতঃপর আমাকে (পানি আনার জন্য) নিকটে আহবান করলেন- এমনকি আমি তাঁর পশ্চাতে এসে দাঁড়ালাম।*

* উপরোক্ত হাদীছে দেখা যায়, রাসূলুল্লাহ (ﷺ) দাঁড়িয়ে পেশাব করেছেন। অথচ দাঁড়িয়ে পেশাব করা মাকরূহ। রাসূলুল্লাহ (ﷺ)-এর অভ্যাস ছিল বসে পেশাব করা এবং এটাই সুন্নাত। কিন্তু উক্ত দিনে বিশেষ কারণে (যেমন তাঁর পায়ে ব্যথা থাকার কারণে তিনি বসতে অক্ষম ছিলেন এবং স্থান পূতিগন্ধময় থাকায় কাপড় নাপাক হওয়ার আশংকায়) তিনি দাঁড়িয়ে পেশাব করেন। কারণ তা বসার মত উপযুক্ত স্থান ছিল না। এমতাবস্থায় দাঁড়িয়ে পেশাব করা যেতে পারে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান