আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
৫৭- কুরআনে কারীমের তাফসীর অধ্যায়
হাদীস নং: ৭২৭৯
আন্তর্জাতিক নং: ৩০৩২-৩
- কুরআনে কারীমের তাফসীর অধ্যায়
৬. মধ্যপান হারাম হওয়ার বিধান নাযিল
৭২৭৯। আবু বকর ইবনে আবি শাঈবা (অন্য সনদে) ইসহাক ইবনে ইবরাহীম (রাহঃ) ......... আবু হায়্যান (রাহঃ) থেকে এ সনদে অনুরূপ বর্ণনা করেছেন। তবে ইবনে উলায়্যা আবু ইদরীসের মত তার হাদীসেعِنَبِ (আঙ্গুর) শব্দটি উল্লেখ করেছেন। আর রাবী ঈসা ইবনে মুসহীর (রাহঃ) এর মত তার হাদীসের মধ্যেزبِيبِ (কিসমিস) শব্দটি উল্লেখ করেছেন।
كتاب التفسير
باب فِي نُزُولِ تَحْرِيمِ الْخَمْرِ
وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، ح وَحَدَّثَنَا إِسْحَاقُ، بْنُ إِبْرَاهِيمَ أَخْبَرَنَا عِيسَى بْنُ يُونُسَ، كِلاَهُمَا عَنْ أَبِي حَيَّانَ، بِهَذَا الإِسْنَادِ . بِمِثْلِ حَدِيثِهِمَا غَيْرَ أَنَّ ابْنَ عُلَيَّةَ فِي حَدِيثِهِ الْعِنَبِ . كَمَا قَالَ ابْنُ إِدْرِيسَ وَفِي حَدِيثِ عِيسَى الزَّبِيبِ . كَمَا قَالَ ابْنُ مُسْهِرٍ .
বর্ণনাকারী: