আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
৫৭- কুরআনে কারীমের তাফসীর অধ্যায়
হাদীস নং: ৭২৬৬
আন্তর্জাতিক নং: ৩০২৪-২
- কুরআনে কারীমের তাফসীর অধ্যায়
শিরোনামবিহীন পরিচ্ছেদ
৭২৬৬। ইসহাক ইবনে ইবরাহীম হানযালী (রাহঃ) ......... আবু উমায়স (রাহঃ) থেকে এ সনদে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। আবু উমায়স তার বর্ণনায় آخِرَ سُورَةٍ বলেছেন। এবং তিনি ইবনে সুহাঈল বলেন নি (শুধু আব্দুল মজীদ শব্দটি উল্লেখ করেছেন)।
كتاب التفسير
وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ، حَدَّثَنَا أَبُو عُمَيْسٍ، بِهَذَا الإِسْنَادِ مِثْلَهُ وَقَالَ آخِرَ سُورَةٍ وَقَالَ عَبْدُ الْمَجِيدِ وَلَمْ يَقُلِ ابْنِ سُهَيْلٍ .
বর্ণনাকারী: