আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

৫৭- কুরআনে কারীমের তাফসীর অধ্যায়

হাদীস নং: ৭২৪৮
আন্তর্জাতিক নং: ৩০১৮-২
- কুরআনে কারীমের তাফসীর অধ্যায়
শিরোনামবিহীন পরিচ্ছেদ
৭২৪৮। হাসান হুলওয়ানী ও আব্দ ইবনে হুমায়দ (রাহঃ) ......... উরওয়া (রাহঃ) থেকে বর্ণিত। তিনি আয়িশা (রাযিঃ) কে আল্লাহর ইরশাদঃ ″তোমরা যদি আশঙ্কা কর যে, ইয়াতীম মেয়েদের প্রতি সুবিচার করতে পারবে না″ এর ব্যাখ্যা সম্পর্কে জিজ্ঞাসা করেন। ...... অতঃপর রাবী ইউনুসের সূত্রে যুহরী (রাহঃ) থেকে বর্ণিত হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন। তবে হাদীসের শেষাংশে তিনি مِنْ أَجْلِ رَغْبَتِهِمْ عَنْهُنَّ إِذَا كُنَّ قَلِيلاَتِ الْمَالِ وَالْجَمَالِ বাক্যটি অধিক বর্ণনা করেছেন। (অর্থাৎ তারা (ইয়াতীম মেয়েরা) কম সম্পদ ও কম রূপ-গুণের হওয়ার ক্ষেত্রে তাদের প্রতি তাদের অনীহার কারণে এ বিধান।)
كتاب التفسير
وَحَدَّثَنَا الْحَسَنُ الْحُلْوَانِيُّ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، جَمِيعًا عَنْ يَعْقُوبَ بْنِ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ، حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي عُرْوَةُ، أَنَّهُ سَأَلَ عَائِشَةَ عَنْ قَوْلِ اللَّهِ، (وَإِنْ خِفْتُمْ أَنْ لاَ، تُقْسِطُوا فِي الْيَتَامَى) وَسَاقَ الْحَدِيثَ بِمِثْلِ حَدِيثِ يُونُسَ عَنِ الزُّهْرِيِّ وَزَادَ فِي آخِرِهِ مِنْ أَجْلِ رَغْبَتِهِمْ عَنْهُنَّ إِذَا كُنَّ قَلِيلاَتِ الْمَالِ وَالْجَمَالِ .
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)