আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
২১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৫১৬
৯৬৩. উটের হাওদায় আরোহণ করে হজ্জে গমন।
আবান (রাহঃ) ... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) এর সাথে তার ভাই আব্দুর রহমান (রাযিঃ) কে প্রেরণ করেন। তিনি আয়িশাকে তানঈম নামক স্থান থেকে ছোট্র একটি হাওদায় বসিয়ে উমরা করাতে নিয়ে যান।
উমর (রাযিঃ) বলেন, তোমরা হজ্জে (গমনের উদ্দেশ্যে) উটের পিঠে হাওদা মজবুত করে বাঁধ (সফর কর)। কেননা, হজ্জও এক প্রকারের জিহাদ।
মুহাম্মাদ ইবনে আবু বকর (রাহঃ) ... ছুমামা ইবনে আব্দুল্লাহ ইবনে আনাস থেকে বর্ণিত যে, আনাস (রাযিঃ) হাওদায় আরোহণ অবস্থায় হজ্জে গমন করেছেন অথচ তিনি কৃপন ব্যক্তি ছিলেন না। তিনি আরো বলেন, নবী (ﷺ) হাওদায় আরোহণ করে হজ্জে গমন করেন এবং সেই উটটিই তার মালের বাহন ছিল।
আবান (রাহঃ) ... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) এর সাথে তার ভাই আব্দুর রহমান (রাযিঃ) কে প্রেরণ করেন। তিনি আয়িশাকে তানঈম নামক স্থান থেকে ছোট্র একটি হাওদায় বসিয়ে উমরা করাতে নিয়ে যান।
উমর (রাযিঃ) বলেন, তোমরা হজ্জে (গমনের উদ্দেশ্যে) উটের পিঠে হাওদা মজবুত করে বাঁধ (সফর কর)। কেননা, হজ্জও এক প্রকারের জিহাদ।
মুহাম্মাদ ইবনে আবু বকর (রাহঃ) ... ছুমামা ইবনে আব্দুল্লাহ ইবনে আনাস থেকে বর্ণিত যে, আনাস (রাযিঃ) হাওদায় আরোহণ অবস্থায় হজ্জে গমন করেছেন অথচ তিনি কৃপন ব্যক্তি ছিলেন না। তিনি আরো বলেন, নবী (ﷺ) হাওদায় আরোহণ করে হজ্জে গমন করেন এবং সেই উটটিই তার মালের বাহন ছিল।
১৪২৮। আমর ইবনে আলী (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আপনারা উমরা করলেন, আর আমি উমরা করতে পারলাম না! নবী (ﷺ) বললেনঃ হে আব্দুর রহমান! তোমার বোন (আয়িশা) কে সাথে করে নিয়ে তানঈম থেকে গিয়ে উমরা করিয়ে নিয়ে এসো। তিনি আয়িশাকে উটের পিঠে ছোট একটি হাওদার পশ্চাদ্ভাগে বসিয়ে দেন এবং তিনি উমরা সমাপন করেন।
