৭১২৮। যুহাইর ইবনে হারব (রাহঃ) ......... আবু দাহমা, আবু কাতাদা ও আরো কতিপয় ব্যক্তি থেকে বর্ণিত। তাঁরা বলেন, হিশাম ইবনে আমিরের সন্মুখে দিয়ে আমরা ইমরান ইবনে হুসাইনের নিকট যেতাম। একদা হিশাম বললেন, তোমরা আমাকে অতিক্রম করে এমন মানুষের নিকট যাচ্ছ, যারা আমার তুলনায় রাসূলুল্লাহ (ﷺ) এর নিকটে অধিক উপস্থিত হয়নি এবং যারা রাসূলুল্লাহ (ﷺ) এর হাদীস সম্পর্কে আমার তুলনায় অধিক জ্ঞাত নয়। আমি রাসূলুল্লাহ (ﷺ) কে এ কথা বলতে শুনেছি যে, আদম (আলাইহিস সালাম) এর পর হতে কিয়ামত পর্যন্ত সময়ের মাঝে দাজ্জালের তুলনায় মারাত্মক আর কোন মাখলুক/সৃষ্টি হবে না।