আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
৫৫- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা
হাদীস নং: ৭০৮৩
আন্তর্জাতিক নং: ২৯২৬
- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা
১৯. ইবনে সাইয়্যাদের আলোচনা
৭০৮৩। ইয়াহয়া ইবনে হাবীব ও মুহাম্মাদ ইবনে আব্দুল আ’লা (রাহঃ) ......... জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একদিন নবী (ﷺ) ইবনে সাইয়্যাদকে দেখলেন। এ সময় রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে আবু বকর ও উমর (রাযিঃ) ও ছিলেন। এবং ইবনে সাইয়্যাদ ছিল কতিপয় বালকের সাথে ...... অতঃপর জুরায়রী (রাহঃ) এর হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন।
كتاب الفتن وأشراط الساعة
باب ذِكْرِ ابْنِ صَيَّادٍ
حَدَّثَنَا يَحْيَى بْنُ حَبِيبٍ، وَمُحَمَّدُ بْنُ عَبْدِ الأَعْلَى، قَالاَ حَدَّثَنَا مُعْتَمِرٌ، قَالَ سَمِعْتُ أَبِي قَالَ، حَدَّثَنَا أَبُو نَضْرَةَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ لَقِيَ نَبِيُّ اللَّهِ صلى الله عليه وسلم ابْنَ صَائِدٍ وَمَعَهُ أَبُو بَكْرٍ وَعُمَرُ وَابْنُ صَائِدٍ مَعَ الْغِلْمَانِ . فَذَكَرَ نَحْوَ حَدِيثِ الْجُرَيْرِيِّ .