আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

২০- যাকাতের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৪৮৪
৯৩৮. পাঁচ ওসাকের কম উৎপন্ন দ্রব্যের যাকাত নেই।
১৩৯৭। মুসাদ্দাদ (রাহঃ) ......... আবু সা‘ঈদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেন, পাঁচ ওসাকের কম উৎপন্ন দ্রব্যের যাকাত নেই এবং পাঁচটির কম উটের যাকাত নেই। এমনিভাবে পাঁচ উকিয়ার কম পরিমাণ রৌপ্যেরও যাকাত নেই।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন