আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

২০- যাকাতের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৪৬৪
৯২৮. মুসলিমের উপর তার গোলামের কোন যাকাত নেই।
১৩৭৯। মুসাদ্দাদ ও সুলাইমান ইবনে হারব (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) বলেছেনঃ মুসলিমের উপর তার গোলাম ও ঘোড়ার কোন যাকাত নেই।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন