আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
২০- যাকাতের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৪৪৯
৯১৫. পণ্যদ্রব্য দ্বারা যাকাত আদায় করা।
১৩৬৫। মুআম্মাল (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে, রাসূলুল্লাহ (ﷺ) খুতবা প্রদানের পূর্বেই (ঈদের) নামায আদায় করেন, এরপর বুঝতে পারলেন যে, (সকলের পিছনে থাকায়) মহিলাগণকে খুতবার আওয়াজ পৌঁছাতে পারেননি। তাই তিনি মহিলাগণের নিকট আসলেন, তাঁর সাথে বিলাল (রাযিঃ) ছিলেন। তিনি একখণ্ড বস্ত্র প্রসারিত করে ধরলেন। নবী (ﷺ) তাদেরকে উপদেশ দিলেন ও সাদ্কা করতে আদেশ করলেন। তখন মহিলাগণ (তাদের অলংকারাদি) ছুঁড়ে মারতে লাগলেন। (রাবী) আইয়ুব (রাহঃ) তার কান ও গলার দিকে ইঙ্গিত করে (মহিলাগণের অলংকারাদি দান করার বিষয়) দেখালেন।
