আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
২০- যাকাতের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৪৪৭
৯১৪. রূপার যাকাত
১৩৬২। আব্দুল্লাহ ইবনে ইউসুফ (রাহঃ) ......... আবু সা‘ঈদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ পাঁচটি উটের কম সংখ্যকের উপর যাকাত নেই, পাঁচ উকিয়ার কম পরিমাণ রূপার উপর যাকাত নেই এবং পাঁচ ওসকের কম পরিমাণ উৎপন্ন দ্রব্যের উপর সাদ্কা (উশর/ নিসফে উশর) নেই।


বর্ণনাকারী: