আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
২০- যাকাতের অধ্যায়
হাদীস নং: ১৩৫০
আন্তর্জাতিক নং: ১৪৩৩
৯০৩. সাদ্কা দেওয়ার জন্য উৎসাহ প্রদান ও সুপারিশ করা।
১৩৫০। উসমান ইবনে আবু শাঈবা (রাহঃ) ......... আবদা (রাযিঃ) থেকে বর্ণিত যে, পূর্বোক্ত সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তুমি (সম্পদ) জমা করে রেখো না, (এরূপ করলে) আল্লাহ তোমার রিযক বন্ধ করে দিবেন।
باب التَّحْرِيضِ عَلَى الصَّدَقَةِ وَالشَّفَاعَةِ فِيهَا
1433 - ............ حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، عَنْ عَبْدَةَ، وَقَالَ: «لاَ تُحْصِي فَيُحْصِيَ اللَّهُ عَلَيْكِ»
