আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

৪৭- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল

হাদীস নং:
৫৪. সাহাবী (রাযিঃ)-গণকে গালমন্দ করা হারাম
৬২৫৭। উসমান ইবনে আবি শাঈবা (রাহঃ) ......... আবু সাঈদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একবার খালিদ ইবনে ওয়ালীদ ও আব্দুর রহমান ইবনে আউফ (রাযিঃ) এর মধ্যে (অপ্রীতিকর) কিছু একটা ঘটেলছিল। তখন খালিদ (রাযিঃ) তাকে গালি দেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তোমরা আমার সাহাবীদের কাউকে গালি দিবে না। কেননা, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় সমান স্বর্ণ ব্যয় করে তাহলেও তাঁদের এক মুদ্দ কিংবা অর্ধ মুদ্দের সমান হবে না।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
সহীহ মুসলিম - হাদীস নং ৬২৫৭ | মুসলিম বাংলা