আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
৪৭- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
হাদীস নং:
৫৩. নবী (ﷺ) এর বাণীঃ একশ’ বছরের মাথায় বর্তমান কোন ব্যক্তি ভূপৃষ্ঠে জীবিত থাকবে না
৬২৫১। হারুন ইবনে আব্দুল্লাহ ও হাজ্জাজ ইবনে শা’ইর (রাহঃ) ......... জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন যে, আমি নবী (ﷺ) কে তাঁর ইন্তিকালের এক মাস পূর্বে বলতে শুনেছি যে, তোমরা আমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করছ, অথচ তার জ্ঞান তো আল্লাহরই কাছে। আমি আল্লাহর কসম করে বলছি যে, পৃথিবীতে এমন কোন প্রাণবন্ত জীব নেই, যার উপর একশ বছর পূর্ণ হবে।
মুহাম্মাদ ইবনে হাতিম (রাহঃ) ......... ইবনে জুরায়জের সূত্রে এই সনদে হাদীস বর্ণনা করেছেন। তবে তিনি ″তার ওফাতের এক মাস পূর্বে″ কথাটি উল্লেখ করেননি।
মুহাম্মাদ ইবনে হাতিম (রাহঃ) ......... ইবনে জুরায়জের সূত্রে এই সনদে হাদীস বর্ণনা করেছেন। তবে তিনি ″তার ওফাতের এক মাস পূর্বে″ কথাটি উল্লেখ করেননি।
