৬২০৪। মুহাম্মাদ ইবনে মুসান্না, ইবনে বাশশার, সুয়াইদ ইবনে সাঈদ ও ইবনে আবু উমর (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে অন্য সনদে উবাইদুল্লাহ ইবনে মু’আয (রাহঃ), অন্য সনদে মুহাম্মাদ ইবনুল মুসান্না (রাহঃ), আরেক সনদে ইয়াহয়া ইবনে হাবীব (রাহঃ), অন্য সনদে মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ ইবনে নুমাইর ও আব্দ ইবনে হুমায়দ (রাহঃ) আরেক সনদে সালামা ইবনে শাবীব (রাহঃ) ......... জারীর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি নবী (ﷺ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ আল্লাহ তাআলা আসলাম গোত্রের নিরাপত্তা বিধান করুন এবং গিফার গোত্রকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিন।
باب دُعَاءِ النَّبِيِّ صلى الله عليه وسلم لِغِفَارَ وَأَسْلَمَ