৪৪. আনসারীদের (রাযিঃ) শ্রেষ্ঠ পরিবার (গোত্র) প্রসঙ্গ
৬১৯৬। মুহাম্মাদ ইবনুল আব্বাদ ও মুহাম্মাদ ইবনে মিহরান (রাহঃ) ......... ইবরাহীম ইবনে মুহাম্মাদ ইবনে তালহা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আবু উসায়দ (রাযিঃ) কে ইবনে উতবার কাছে ভাষণ দিতে শুনেছি যে, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আনসারদের ঘরসমুহের মধ্যে উত্তম গোত্র হচ্ছে বনু নাজ্জার, বনু আব্দুল আশহাল, বনু হারিছ ইবনে খাযরাজ এবং বনু সাইদাহ।
তিনি বলেন, আল্লাহর কসম! আমি যদি এই বিষয়ে কাউকে (মর্যাদায়) প্রাধান্য দিতাম তাহলে আমার গোত্রকে অগ্রাধিকার দিতাম।