৬১৮৯। আবু মা’আন রাকাশী (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে তালহার পুত্র ইসহাক (রাহঃ) থেকে বর্ণিত, আনাস (রাযিঃ) তাকে হাদীস শুনিয়েছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) আনসারদের জন্য মাগফিরাত কামনা করেছেন। বর্ণনাকারী বলেন, আমি মনে করি যে, তিনি বলেছেনঃ আনসারদের সন্তান সন্ততি ও তাদের ‘মাওলা’ (আযাদকৃত গোলাম) দের জন্য আশ্রিত ব্যক্তিবর্গের মাগফিরাতের দুআ করেছেন। আমি তাতে কোন সন্দেহ পোষণ করছি না।
باب مِنْ فَضَائِلِ الأَنْصَارِ رضى الله تعالى عنهم