৬০৪৮। আবু বকর ইবনে আবি শাঈবা (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে আবু মুলায়কা (রাহঃ) থেকে বর্ণিত যে, আব্দুল্লাহ ইবনে জাফর (রাযিঃ) আব্দুল্লাহ ইবনে যুবাইর (রাযিঃ) কে বললেন, তোমার মনে আছে কি যখন আমি, তুমি এবং ইবনে আব্বাস, রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে মিলিত হয়েছিলাম? তখন তিনি বললেন, হ্যাঁ মনে আছে তিনি আমাদের আরোহণ করালেন, আর তোমাকে রেখে দিলেন। তিনি (ইবনে জা’ফার) বললেন, হ্যাঁ।
باب فَضَائِلِ عَبْدِ اللَّهِ بْنِ جَعْفَرٍ رضى الله عنهما