আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

৪৭- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল

হাদীস নং: ৬০৪৩
আন্তর্জাতিক নং: ২৪২৪
৯. নবী (ﷺ) এর আহলে বায়তের ফযীলত
৬০৪৩। আবু বকর ইবনে আবি শাঈবা ও মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ ইবনে নূমায়র (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সকালে বের হলেন। তাঁর গায়ে ছিলো কাল পশম দ্বারা খচিত একটি পশমী চাঁদর। হাসান ইবনে আলী (রাযিঃ) এলেন, তিনি তাঁকে চাঁদরের ভেতর ঢুকিয়ে নিলেন। হুসাইন ইবনে আলী (রাযিঃ) এলেন, তিনিও তার সঙ্গে (চাদরে) ঢুকে পড়লেন। ফাতিমা (রাযিঃ) এলেন, তাকেও ভেতরে ঢুকিয়ে ফেললেন। অতঃপর আলী (রাযিঃ) এলেন, তাঁকেও ভেতরে ঢুকিয়ে নিলেন। পরে বললেনঃ হে আহলে বাইত! আল্লাহ তাআলা তোমাদের থেকে অপবিত্রতাকে বিদুরিত করে তোমাদের অতিশয় পবিত্রময় করতে চান।
باب فَضَائِلِ أَهْلِ بَيْتِ النَّبِيِّ صلى الله عليه وسلم
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَمُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، - وَاللَّفْظُ لأَبِي بَكْرٍ - قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، عَنْ زَكَرِيَّاءَ، عَنْ مُصْعَبِ بْنِ شَيْبَةَ، عَنْ صَفِيَّةَ بِنْتِ شَيْبَةَ، قَالَتْ قَالَتْ عَائِشَةُ خَرَجَ النَّبِيُّ صلى الله عليه وسلم غَدَاةً وَعَلَيْهِ مِرْطٌ مُرَحَّلٌ مِنْ شَعْرٍ أَسْوَدَ فَجَاءَ الْحَسَنُ بْنُ عَلِيٍّ فَأَدْخَلَهُ ثُمَّ جَاءَ الْحُسَيْنُ فَدَخَلَ مَعَهُ ثُمَّ جَاءَتْ فَاطِمَةُ فَأَدْخَلَهَا ثُمَّ جَاءَ عَلِيٌّ فَأَدْخَلَهُ ثُمَّ قَالَ ( إِنَّمَا يُرِيدُ اللَّهُ لِيُذْهِبَ عَنْكُمُ الرِّجْسَ أَهْلَ الْبَيْتِ وَيُطَهِّرَكُمْ تَطْهِيرًا)

হাদীসের ব্যাখ্যা:

উম্মুল মুমিনীন হযরত আয়েশা সিদ্দীকা রাযি.-এর এ বর্ণনা দ্বারা জানা গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশমের তৈরি চাদর পরেছেন এবং তা ছিল কালো রঙের। এর দ্বারা পশমের তৈরি পোশাক পরা জায়েয প্রমাণিত হল। কুরআন মাজীদে আল্লাহ তা'আলা মানুষের প্রতি তাঁর অনুগ্রহরাজির মধ্যে বিভিন্ন পশুর পশম বিবিধ কাজে ব্যবহার করতে পারার কথাও উল্লেখ করেছেন। যেমন ইরশাদ হয়েছে-
وَمِنْ أَصْوَافِهَا وَأَوْبَارِهَا وَأَشْعَارِهَا أَثَاثًا وَمَتَاعًا إِلَى حِينٍ
আর তার (অর্থাৎ ছাগলের) পশম, (ভেড়ার) লোম ও (উটের) কেশ দ্বারা গৃহসামগ্রী ও এমনসব জিনিসের ব্যবস্থা করেন, যা কিছুকাল তোমাদের উপকারে আসে।(সূরা নাহল, আয়াত ৮০) অর্থাৎ বিভিন্ন পশুর পশম দ্বারা তৈরি চাদর, কম্বল, পোশাক প্রভৃতি সামগ্রী তৈরি করে তোমরা তা দ্বারা নানাভাবে উপকৃত হয়ে থাক।

আরও প্রমাণিত হল কালো রঙের পোশাক পরাও জায়েয, যদিও সাদা রঙের পোশাক পরা উত্তম।

এ হাদীছ দ্বারা আরও জানা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পশমি চাদরে হাওদার ছবি ছিল। উটের পিঠে স্থাপিত যে আসনে আরোহী বসে থাকে, তার নাম হাওদা। হাওদা একটি নিষ্প্রাণ বস্তু। কাজেই পোশাকে কোনও নিষ্প্রাণ বস্তুর ছবি থাকলে তা পরিধান করাতে কোনও দোষ নেই। নিষেধ হল কেবল প্রাণীর ছবি।

হাদীস থেকে শিক্ষণীয়ঃ

ক. পশমের তৈরি পোশাক পরা জায়েয।

খ. পোশাক কালো রঙের হলে তাতে কোনও দোষ নেই।

গ. নিষ্প্রাণ কোনও বস্তুর ছবিযুক্ত পোশাক পরা দূষণীয় নয়।
ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
সহীহ মুসলিম - হাদীস নং ৬০৪৩ | মুসলিম বাংলা