আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
৪৭- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
হাদীস নং: ৬০২৪
আন্তর্জাতিক নং: ২৪১৪
৬. তালহা ও যুবাইর (রাযিঃ) এর ফযীলত
৬০২৪। মুহামাদ ইবনে আবু বকর মুকাদ্দামী, হামিদ ইবনে আমর বাকারাবী ও মুহাম্মাদ ইবনে আব্দুল আ’লা (রাহঃ) ......... আবু উসমান (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, যখন রাসূলুল্লাহ (ﷺ) কাফিরদের সাথে লড়াই করছিলেন, তখন কোন কোন দিন তালহা এবং সা’দ (রাযিঃ) ব্যতীত আর কেউই রাসূলুল্লাহ (ﷺ) এর পাশে থাকতো না। এটা তাদের দু’জনের বর্ণিত হাদীস অনুসারে।
باب مِنْ فَضَائِلِ طَلْحَةَ وَالزُّبَيْرِ رضى الله عنهما
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ الْمُقَدَّمِيُّ، وَحَامِدُ بْنُ عُمَرَ الْبَكْرَاوِيُّ، وَمُحَمَّدُ بْنُ عَبْدِ الأَعْلَى، قَالُوا حَدَّثَنَا الْمُعْتَمِرُ، - وَهُوَ ابْنُ سُلَيْمَانَ - قَالَ سَمِعْتُ أَبِي، عَنْ أَبِي عُثْمَانَ، قَالَ لَمْ يَبْقَ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي بَعْضِ تِلْكَ الأَيَّامِ الَّتِي قَاتَلَ فِيهِنَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم غَيْرُ طَلْحَةَ وَسَعْدٍ . عَنْ حَدِيثِهِمَا .


বর্ণনাকারী: