আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

২- ইলমের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৩০
৯২। ইলম শিক্ষা করতে লজ্জাবোধ করা।
মুজাহিদ (রাহঃ) বলেন, লাজুক এবং অহঙ্কারী ব্যক্তি ইলম হাসিল করতে পারে না। আয়িশা (রাযিঃ) বলেন, আনসারী মহিলারাই উত্তম। লজ্জা তাদেরকে ইসলামী জ্ঞান অন্বেষণ থেকে ফিরিয়ে রাখতে পারে নি।
১৩০। মুহাম্মাদ ইবনে সালাম (রাহঃ) ......... উম্মে সালামা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর খিদমতে উম্মে সুলায়ম (রাযিঃ) এসে বললেনঃ ইয়া রাসূলাল্লাহ! আল্লাহ হক কথা প্রকাশ করতে লজ্জাবোধ করেন না। স্ত্রীলোকের স্বপ্নদোষ হলে কি গোসল করতে হবে? নবী (ﷺ) বললেনঃ ‘হ্যাঁ, যখন সে বীর্য দেখতে পাবে।’ তখন উম্মে সালামা (লজ্জায়) তাঁর মুখ ঢেকে নিয়ে বললেন, ইয়া রাসূলাল্লাহ! স্ত্রীলোকের স্বপ্নদোষ হয় কি?’ তিনি বললেন, ‘হ্যাঁ, তোমার ডান হাতে মাটি পড়ুক!** (তা না হলে) তাঁর সন্তান তাঁর আকৃতি পায় কিরূপে?

** এটি কোন বদ দুআ নয়, বরং বিস্ময় প্রকাশের জন্য আরবীতে ব্যবহৃত হয়।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন