৫৯৪৩। আলী ইবনে খাশরাম, উসমান ইবনে আবি শাঈবা ও আবু বকর ইবনে আবি শাঈবা (রাহঃ) ......... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আমি মুসা (আলাইহিস সালাম) এর পাশ দিয়ে অতিক্রম করলাম, তখন তিনি তার কবরে নামায আদায় করছিলেন। আলী (রাহঃ) এর শায়খ ঈসা (রাহঃ) এর হাদীসে অধিক রয়েছে ″আমাকে যে রাতে মি’রাজে নিয়ে যাওয়া হয়েছিল, সে রাতে আমি অতিক্রম করছিলাম।″