আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

৪৬- ফাযায়েল ও শামাঈল অধ্যায়

হাদীস নং: ৫৮৯৬
আন্তর্জাতিক নং: ২৩৫৪-৩
৩২. রাসূলুল্লাহ (ﷺ) এর নামসমুহ
৫৮৯৬। আব্দুল মালিক ইবনে শু’আয়ব ইবনে লাইস, আব্দ ইবনে হুমায়দ ও আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান দারিমী (রাহঃ) ......... যুহরী (রাহঃ) থেকে এ সনদে হাদীস বর্ণনা করেছেন। শুআয়ব এবং মা’মার (রাহঃ) বর্ণিত হাদীসে ’আমি রাসূলুল্লাহ (ﷺ) থেকে শুনেছি’ উল্লেখ রয়েছে; এবং মা’মারের হাদীসে রয়েছে, তিনি বলেন, ’আমি যুহুরী (রাহঃ) কে জিজ্ঞাসা করলাম, আল-আকিব কী? তিনি বললেন, এমন ব্যক্তি যার পর আর নবী নেই।

মামার ও উকায়ল এর হাদীসে রয়েছে ‘الْكَفَرَةَ, আর শু’আয়ব এর হাদীসের রয়েছে الْكُفْرَ (কাফিরদের বিলুপ্ত করবেন)।
باب فِي أَسْمَائِهِ صلى الله عليه وسلم .
وَحَدَّثَنِي عَبْدُ الْمَلِكِ بْنُ شُعَيْبِ بْنِ اللَّيْثِ، قَالَ حَدَّثَنِي أَبِي، عَنْ جَدِّي، حَدَّثَنِي عُقَيْلٌ، ح وَحَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، ح وَحَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ، الرَّحْمَنِ الدَّارِمِيُّ أَخْبَرَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، كُلُّهُمْ عَنِ الزُّهْرِيِّ، بِهَذَا الإِسْنَادِ . وَفِي حَدِيثِ شُعَيْبٍ وَمَعْمَرٍ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم . وَفِي حَدِيثِ عُقَيْلٍ قَالَ قُلْتُ لِلزُّهْرِيِّ وَمَا الْعَاقِبُ قَالَ الَّذِي لَيْسَ بَعْدَهُ نَبِيٌّ . وَفِي حَدِيثِ مَعْمَرٍ وَعُقَيْلٍ الْكَفَرَةَ . وَفِي حَدِيثِ شُعَيْبٍ الْكُفْرَ .
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)