আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

৪৬- ফাযায়েল ও শামাঈল অধ্যায়

হাদীস নং: ৫৮৮৮
আন্তর্জাতিক নং: ২৩৫২-১
৩১. রাসূলুল্লাহ (ﷺ) এর বয়স এবং মক্কা ও মদীনায় তার অবস্থানকাল
৫৮৮৮। আব্দুল্লাহ ইবনে উমর ইবনে মুহাম্মাদ ইবনে আবান আল-জুফী (রাহঃ) ......... আবু ইসহাক (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আব্দুল্লাহ ইবনে উতবা (রাযিঃ) এর সঙ্গে বসা ছিলাম। তখন লোকেরা রাসূলুল্লাহ (ﷺ) এর বয়স নিয়ে আলোচনা করতে লাগল। তাদের কেউ কেউ বললো, আবু বকর (রাযিঃ) (বয়সে) রাসূলুল্লাহ (ﷺ) এর চেয়ে বড় ছিলেন। আব্দুল্লাহ (রাযিঃ) বললেন, রাসূলুল্লাহ (ﷺ) এর ওফাত হয় তখন তাঁর বয়স তেষট্টি বছর, আবু বকর (রাযিঃ) ইন্‌তিকাল করেন তখন তাঁর বয়সও তেষট্টি বছর, উমর (রাযিঃ) শহীদ হন তখন তাঁর বয়স তেষট্টি বছর।

রাবী বলেন লোকদের ভেতর আমর ইবনে সা’দ নামক একজন বললো, জারীর আমাকে বলেছেন যে, আমরা মুআবিয়া (রাযিঃ) এর কাছে উপবিষ্ট ছিলাম। লোকেরা রাসূলুল্লাহ (ﷺ) এর বয়সের উল্লেখ করলো। তখন মুআবিয়া (রাযিঃ) বললেন, রাসূলুল্লাহ (ﷺ) এর ওফাত হয় তখন তাঁর বয়স তেষট্টি বছর, আবু বকর (রাযিঃ) ইন্‌তিকাল করেন তাঁর বয়স তেষট্টি বছর, উমর (রাযিঃ) শহীদ হন তখন তাঁর বয়সও তেষট্টি বছর।
باب قدرعمر رسول الله صلى الله عليه وسلم بِمَكَّةَ وَالْمَدِينَةِ .
وَحَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ بْنِ مُحَمَّدِ بْنِ أَبَانَ الْجُعْفِيُّ، حَدَّثَنَا سَلاَّمٌ أَبُو الأَحْوَصِ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ كُنْتُ جَالِسًا مَعَ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ فَذَكَرُوا سِنِي رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ بَعْضُ الْقَوْمِ كَانَ أَبُو بَكْرٍ أَكْبَرَ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم . قَالَ عَبْدُ اللَّهِ قُبِضَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَهُوَ ابْنُ ثَلاَثٍ وَسِتِّينَ وَمَاتَ أَبُو بَكْرٍ وَهُوَ ابْنُ ثَلاَثٍ وَسِتِّينَ وَقُتِلَ عُمَرُ وَهُوَ ابْنُ ثَلاَثٍ وَسِتِّينَ . قَالَ فَقَالَ رَجُلٌ مِنَ الْقَوْمِ يُقَالُ لَهُ عَامِرُ بْنُ سَعْدٍ حَدَّثَنَا جَرِيرٌ قَالَ كُنَّا قُعُودًا عِنْدَ مُعَاوِيَةَ فَذَكَرُوا سِنِي رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ مُعَاوِيَةُ قُبِضَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَهُوَ ابْنُ ثَلاَثٍ وَسِتِّينَ سَنَةً وَمَاتَ أَبُو بَكْرٍ وَهُوَ ابْنُ ثَلاَثٍ وَسِتِّينَ وَقُتِلَ عُمَرُ وَهُوَ ابْنُ ثَلاَثٍ وَسِتِّينَ .
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)