আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

১৯- জানাযার অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৩৭৬
৮৭০. কবরের আযাব থেকে পানাহ চাওয়া।
১২৯৩। মু’আল্লা (রাহঃ) ......... খালিদ ইবনে সাঈদ ইবনে আ’স (রাযিঃ) এর কন্যা থেকে বর্ণিত, তিনি নবী (ﷺ) কে কবরের আযাব থেকে পানাহ চাইতে শুনেছেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন