আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
৪৬- ফাযায়েল ও শামাঈল অধ্যায়
হাদীস নং: ৫৮৭২
আন্তর্জাতিক নং: ২৩৪৩-২
২৯. রাসূলুল্লাহ (ﷺ) এর বার্ধক্য
৫৮৭২। সাঈদ ইবনে মানসুর ও ইবনে নুমাইর (রাহঃ) ......... আবু জুহায়ফা (রাযিঃ) থেকে এ হাদীসটিই বর্ণনা করেছেন; কিন্তু বর্ণনাকারীরা ″ফর্সা এবং বুড়ো হয়ে গিয়েছিলেন″ এ কথাগুলো উল্লেখ করেন নি।
باب شَيْبِهِ صلى الله عليه وسلم .
وَحَدَّثَنَا سَعِيدُ بْنُ مَنْصُورٍ، حَدَّثَنَا سُفْيَانُ، وَخَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ، ح وَحَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، كُلُّهُمْ عَنْ إِسْمَاعِيلَ، عَنْ أَبِي جُحَيْفَةَ، بِهَذَا وَلَمْ يَقُولُوا أَبْيَضَ قَدْ شَابَ .


বর্ণনাকারী: