আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
৪৬- ফাযায়েল ও শামাঈল অধ্যায়
হাদীস নং: ৫৮৩০
আন্তর্জাতিক নং: ২৩২৩-২
১৮. স্ত্রীলোকদের প্রতি রাসূলুল্লাহ (ﷺ) এর দয়া এবং তাদের প্রতি কোমল আচরণের নির্দেশ
৫৮৩০। আবু রবী আতাকী, হামিদ ইবনে উমর ও আবু কামিল (রাহঃ) ......... আনাস (রাযিঃ) সূত্রে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন।
باب فِي رَحْمَةِ النَّبِيِّ صلى الله عليه وسلم لِلنِّسَاءِ وَأَمْرِ السُّوَّاقِ مَطَايَاهُنَّ بِالرِّفْقِ
وَحَدَّثَنَا أَبُو الرَّبِيعِ الْعَتَكِيُّ، وَحَامِدُ بْنُ عُمَرَ، وَأَبُو كَامِلٍ قَالُوا حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، بِنَحْوِهِ .
