আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

৪৬- ফাযায়েল ও শামাঈল অধ্যায়

হাদীস নং: ৫৭৯১
আন্তর্জাতিক নং: ২৩০৩-১
৯. আমাদের নবী (ﷺ) এর জন্য হাওয (কাউসার) এর প্রমাণ এবং হাওযের বিবরণ
৫৭৯১। হারামালা ইবনে ইয়াহয়া (রাহঃ) ......... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, নবী (ﷺ) বলেছেনঃ আমার হাউযের (প্রশস্ততার) পরিমাণ আয়লা এবং ইয়ামানের সান’আর দূরত্বের সমান। আর সেখানে (পানির) পাত্রগুলো আকাশের নক্ষত্রের (সংখ্যার) মত (অগণিত)।
باب إِثْبَاتِ حَوْضِ نَبِيِّنَا صلى الله عليه وسلم وَصِفَاتِهِ
وَحَدَّثَنِي حَرْمَلَةُ بْنُ يَحْيَى، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّحَدَّثَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " قَدْرُ حَوْضِي كَمَا بَيْنَ أَيْلَةَ وَصَنْعَاءَ مِنَ الْيَمَنِ وَإِنَّ فِيهِ مِنَ الأَبَارِيقِ كَعَدَدِ نُجُومِ السَّمَاءِ " .
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)