আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
১৯- জানাযার অধ্যায়
হাদীস নং: ১২৭৮
আন্তর্জতিক নং: ১৩৬১
পরিচ্ছেদঃ ৮৬৪. কবরের উপরে খেজুরের ডাল পুঁতে দেয়া।
বুরাইদা আসলামী (রাযিঃ) তাঁর কবরে দু’টি খেজুরের ডাল পূঁতে দেওয়ার অসিয়ত করেছিলেন।
আব্দুর রহমান [ইবনে আবু বকর (রাযিঃ)] এর কবরের উপরে একটি তাঁবু দেখতে পেয়ে আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) বললেন, হে বালক! ওটা অপসারিত কর, কেননা একমাত্র তার আমলই তাঁকে ছায়া দিতে পারে।
খারিজা ইবনে যায়দ (রাহঃ) বলেছেন, আমার মনে আছে, উসমান (রাযিঃ) এর খিলাফতকালে যখন আমরা তরুণ ছিলাম, তখন উসমান ইবনে মাজউন (রাযিঃ) এর কবর লাফিয়ে অতিক্রমকারীকেই আমাদের মাঝে শ্রেষ্ঠ লম্ফবিদ মনে করা হত। আর উসমান ইবনে হাকীম (রাহঃ) বলেছেন, খারিজা (রাহঃ) আমার হাত ধরে একটি কবরের উপরে বসিয়ে দিলেন এবং তার চাচা ইয়াযীদ ইবনে সাবিত (রাযিঃ) থেকে আমাকে অবহিত করেন যে, তিনি বলেন, কবরের উপরে বসা মাকরূহ, তা ঐ ব্যক্তির জন্য, যে সেখানে বসে পেশাব পায়খানা করে। আর নাফি’ (রাহঃ) বলেছেন, ইবনে উমর (রাযিঃ) কবরের উপর বসতেন।
বুরাইদা আসলামী (রাযিঃ) তাঁর কবরে দু’টি খেজুরের ডাল পূঁতে দেওয়ার অসিয়ত করেছিলেন।
আব্দুর রহমান [ইবনে আবু বকর (রাযিঃ)] এর কবরের উপরে একটি তাঁবু দেখতে পেয়ে আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) বললেন, হে বালক! ওটা অপসারিত কর, কেননা একমাত্র তার আমলই তাঁকে ছায়া দিতে পারে।
খারিজা ইবনে যায়দ (রাহঃ) বলেছেন, আমার মনে আছে, উসমান (রাযিঃ) এর খিলাফতকালে যখন আমরা তরুণ ছিলাম, তখন উসমান ইবনে মাজউন (রাযিঃ) এর কবর লাফিয়ে অতিক্রমকারীকেই আমাদের মাঝে শ্রেষ্ঠ লম্ফবিদ মনে করা হত। আর উসমান ইবনে হাকীম (রাহঃ) বলেছেন, খারিজা (রাহঃ) আমার হাত ধরে একটি কবরের উপরে বসিয়ে দিলেন এবং তার চাচা ইয়াযীদ ইবনে সাবিত (রাযিঃ) থেকে আমাকে অবহিত করেন যে, তিনি বলেন, কবরের উপরে বসা মাকরূহ, তা ঐ ব্যক্তির জন্য, যে সেখানে বসে পেশাব পায়খানা করে। আর নাফি’ (রাহঃ) বলেছেন, ইবনে উমর (রাযিঃ) কবরের উপর বসতেন।
১২৭৮। ইয়াহয়া (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) এমন দু’টি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন যে কবর দু’টির বাসিন্দাদের আযাব দেওয়া হচ্ছিল। তখন তিনি বললেন, এদের দু’জনকে আযাব দেওয়া হচ্ছে অথচ তাদের এমন গুনাহের জন্য আযাব দেওয়া হচ্ছে না (যা থেকে বিরত থাকা) দুরূহ ছিল। তাদের একজন পেশাবের ব্যাপারে সতর্কতা অবলম্বন করত না আর অপরজন চোগলখুরী করে বেড়াত। এরপর তিনি খেজুরের একটি তাজা ডাল নিয়ে তা দু’ভাগে বিভক্ত করলেন, তারপর প্রতিটি কবরে একটি করে পুঁতে দিলেন। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলাল্লাহ! আপনি কেন এরূপ করলেন? তিনি বললেনঃ ডাল দু’টি না শুকানো পর্যন্ত আশা করি তাদের আযাব হালকা করা হবে।

তাহকীক:
তাহকীক নিষ্প্রয়োজন