আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

৪৫- স্বপ্ন ও তার ব্যাখ্যা

হাদীস নং: ৫৭৩৮
আন্তর্জাতিক নং: ২২৭৫
৪. নবী (ﷺ) এর স্বপ্ন
৫৭৩৮। মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ......... সামুরা ইবনে জুনদুব (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) ফজরের নামায আদায় শেষে লোকদের দিকে মুখ করে বসতেন এবং বলতেন, তোমাদের কেউ কি গত রাতে কোন স্বপ্ন দেখেছে?
باب رُؤْيَا النَّبِيِّ صلى الله عليه وسلم
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، حَدَّثَنَا أَبِي، عَنْ أَبِي رَجَاءٍ الْعُطَارِدِيِّ، عَنْ سَمُرَةَ بْنِ جُنْدَبٍ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا صَلَّى الصُّبْحَ أَقْبَلَ عَلَيْهِمْ بِوَجْهِهِ فَقَالَ " هَلْ رَأَى أَحَدٌ مِنْكُمُ الْبَارِحَةَ رُؤْيَا " .

হাদীসের ব্যাখ্যা:

হাদীস থেকে প্রমাণিত হয় যে, ইমাম সাহেব সালাম ফিরানোর পরে মুসল্লীদের দিকে মুখ ফিরিয়ে বসবেন। এটাই হানাফী মাযহাবের মত। তবে এ আমলটি আবশ্যক নয় বরং উত্তম। (শামী: ১/৫৩১) অবশ্য এ আমল ঐ সকল নামাযের ক্ষেত্রে প্রযোজ্য যে সকল নামাযের পরে সুন্নাত নেই। আর নামাযের পরে সুন্নাত থাকলে রসূল স. দেরি করতেন না। বরং সংক্ষিপ্ত দুআ’ করে সুন্নাতের জন্য দাঁড়িয়ে যেতেন। (মুসলিম-১২১৩)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)