আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

৪৫- স্বপ্ন ও তার ব্যাখ্যা

হাদীস নং: ৫৭০৪
আন্তর্জাতিক নং: ২২৬১-৫
শিরোনামবিহীন পরিচ্ছেদ
৫৭০৪। কুতায়বা, মুহাম্মাদ ইবনে রুমহ, মুহাম্মাদ ইবনে মুসান্না ও আবু বকর ইবনে আবি শাঈবা (রাহঃ) ......... ইয়াহয়া ইবনে সাঈদ (রাহঃ) থেকে উল্লেখিত সনদে হাদীস রিওয়ায়াত করেছেন। তবে রাবী আস-সাকাফী (রাহঃ) বর্ণিত হাদীসে রয়েছে রাবী আবু সালামা (রাহঃ) বলেছেন, আমি এমন স্বপ্নও দেখতাম যা ......। আর রাবী আল লাঈস ও ইবনে নুমাইর (রাহঃ) বর্ণিত হাদীসে আবু সালামা (রাযিঃ) এর উক্তি হতে হাদীসের শেষ পর্যন্ত অংশ নেই এবং রাবী ইবনে রুমহ এ হাদীসের রিওয়ায়াতে অধিক বলেছেন যে, আর সে (স্বপ্নদ্রষ্টা) ব্যক্তি যে পাশে ঘুমাচ্ছিল, সে পাশ পরিবর্তন করে অন্যপাশে শোবে।
وَحَدَّثَنَاهُ قُتَيْبَةُ، وَمُحَمَّدُ بْنُ رُمْحٍ، عَنِ اللَّيْثِ بْنِ سَعْدٍ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ يَعْنِي الثَّقَفِيَّ، ح وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، كُلُّهُمْ عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، بِهَذَا الإِسْنَادِ وَفِي حَدِيثِ الثَّقَفِيِّ قَالَ أَبُو سَلَمَةَ فَإِنْ كُنْتُ لأَرَى الرُّؤْيَا . وَلَيْسَ فِي حَدِيثِ اللَّيْثِ وَابْنِ نُمَيْرٍ قَوْلُ أَبِي سَلَمَةَ إِلَى آخِرِ الْحَدِيثِ . وَزَادَ ابْنُ رُمْحٍ فِي رِوَايَةِ هَذَا الْحَدِيثِ " وَلْيَتَحَوَّلْ عَنْ جَنْبِهِ الَّذِي كَانَ عَلَيْهِ " .

হাদীসের ব্যাখ্যা:

এখানে বলা হয়েছে, ভালো স্বপ্ন আল্লাহ তা'আলার পক্ষ থেকে হয় আর মন্দ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে। মন্দ স্বপ্নকে حُلم বলা হয়েছে। الرؤيا ও الحُلُم উভয় শব্দ মূলত একই অর্থ দেয়। উভয়েরই অর্থ স্বপ্ন। অর্থাৎ ঘুমের ভেতর মানুষ যা-কিছু দেখে। তবে কুরআন-হাদীছে সাধারণত ভালো স্বপ্নের জন্য الرؤيا ও মন্দ স্বপ্নের জন্য الحلم ব্যবহার হয়ে থাকে, যদিও শাব্দিক অর্থের বিবেচনায় উভয় শব্দই উভয়রকম স্বপ্নের জন্য ব্যবহৃত হতে পারে।

বলা হয়েছে- فلينفث عن شماله ثلاثا (সে যেন তার বামদিকে তিনবার থুথু ফেলে)। থুথু ফেলার উদ্দেশ্য শয়তানকে তাড়ানো। তার প্রতি ঘৃণা ও তাচ্ছিল্য প্রকাশ করা। ينفث শব্দটির উৎপত্তি نفث থেকে। এর অর্থ এমনভাবে ফুঁ দেওয়া, যাতে সামান্য থুথুও বের হয়ে আসে। বামদিকে থুতু ফেলার কারণ হল বাড়তি ঘৃণা প্রকাশ করা। শয়তান এক ঘৃণ্য জীব। তার জন্য বাম দিক ধার্য করাই যথার্থ এবং ময়লা ফেলার জন্যও বাম দিকটাই উপযুক্ত। তিনবার থুথু ফেলার দ্বারা সেই ঘৃণাপ্রকাশ আরও তীব্রতর হয়।

সবশেষে বলা হয়েছে, শয়তানের ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহর আশ্রয় গ্রহণ করবে। অর্থাৎ- أعوذ باللهِ مِنَ الشَّيْطَانِ الرَّجيمِ পড়বে। বামদিকে তিনবার থুথু ফেলার সঙ্গে أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجيمِ পড়াটা শয়তানের অনিষ্ট থেকে আত্মরক্ষার এক উত্তম ব্যবস্থা। এ কারণেই নামাযের ভেতর যার বেশি ওয়াসওয়াসা ও সন্দেহ দেখা দেয়, হাদীছে তার জন্যও এই ব্যবস্থা দেওয়া হয়েছে। সেও أَعُوْذُ بِاللهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ পড়ে বামদিকে তিনবার থুথু ফেলবে। এতে তার সে ওয়াসওয়াসা ও সন্দেহ দূর হয়ে যাবে।

হাদীস থেকে শিক্ষণীয়ঃ

ক. ভালো স্বপ্ন আল্লাহ তা'আলার পক্ষ থেকে হয়। কাজেই এটা নি'আমত। এর জন্য আল্লাহ তা'আলার শোকর আদায় করতে হবে।

খ. মন্দ স্বপ্নে শয়তানের প্রভাব ও সক্রিয়তা থাকে। তাই তার অনিষ্ট থেকে বাঁচার জন্য এ হাদীছে কিছু ব্যবস্থা দেওয়া হয়েছে। ব্যবস্থাসমূহ নিম্নরূপ-

১. আল্লাহ তা'আলার আশ্রয় গ্রহণ করা অর্থাৎ أَعُوْذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجيمِ পড়া। এটা তিনবার পড়া ভালো।

২. বামদিকে তিনবার থুথু ফেলা।
ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
সহীহ মুসলিম - হাদীস নং ৫৭০৪ | মুসলিম বাংলা