আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

৪২- সাপ ইত্যাদি ক্ষতিকর প্রাণীর নিধন অধ্যায়

হাদীস নং: ৫৬৬১
আন্তর্জাতিক নং: ২২৪৩-২
৩. বিড়াল মেরে ফেলা হারাম
৫৬৬১। আবু কুরায়ব ও মুহাম্মাদ ইবনে মুসান্না (রাহঃ) ......... হিশাম (রাহঃ) উল্লেখিত সনদে হাদীস রিওয়ায়াত করেছেন। তাঁদের দু’জনের বর্ণিত হাদীসে রয়েছে ‘সে তাকে বেঁধে রাখল’। (এছাড়া প্রথম সনদের) রাবী আবু মুআবিয়া (রাহঃ) এর বর্ণিত হাদীসে রয়েছে যমীনের কীট-পতঙ্গ (অর্থাৎخَشَاشِ শব্দের স্থলে حَشَرَاتِ শব্দ রয়েছে)।
باب تَحْرِيمِ قَتْلِ الْهِرَّةِ
وَحَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا خَالِدُ، بْنُ الْحَارِثِ حَدَّثَنَا هِشَامٌ، بِهَذَا الإِسْنَادِ وَفِي حَدِيثِهِمَا " رَبَطَتْهَا " . وَفِي حَدِيثِ أَبِي مُعَاوِيَةَ " حَشَرَاتِ الأَرْضِ " .
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)